মি. করিম কোন ধরনের বাজারজাতকরণ কার্যাবলি সম্পাদন করেন?
"দেশ-বাংলা" প্রতিষ্ঠানের মেলা আয়োজনের ফলে-
i. ক্রেতার মনোযোগ আকর্ষণ হয়
ii. বিক্রয় ও মুনাফা অর্জন সম্ভব হয়
iii. প্রতিযোগী মোকাবিলা সহজ হয়
নিচের কোনটি সঠিক?
জনতা এগ্রো প্রসেসিং ১৯৯০ সালে বাজারজাতকরণ ক্রমবিকাশের কোন পর্যায়ের অন্তর্ভুক্ত?
অপেক্ষা তত্ত্ব মডেলটি অধিক প্রয়োগযোগ্য-
i. ব্যাংক বা টিকিট কাউন্টারে
ii. মেশিন সেন্টারে
iii. সেন্ট্রাল কম্পিউটারে
'Marketing Mix'-এর বাংলা প্রতিশব্দ কী?
ফ্যাশন ডিজাইনার মিসেস মাধূর্য বৈশাখী মেলা উপলক্ষে একদিনের জন্য একটি স্টল বুকিং দিয়েছেন। তাই তার দুইজন বিক্রয়কর্মী প্রয়োজন। বিক্রয়কর্মী নিয়োগের ক্ষেত্রে তিনি সুন্দর চেহারা ও বাচনভঙ্গির ওপর গুরুত্বারোপ করেন?
মিসেস মাধূর্য বিক্রয়কর্মী নির্বাচনে কোন ধরনের গুণাবলির ওপর গুরুত্ব দিয়েছেন?