বিপণন পরিবেশ কত প্রকার?
পুনরায় প্রক্রিয়াকরণের মাধ্যমে যে পণ্য ভোগ করা হয় তাকে কী বলে?
দেশের অর্থনৈতিক উন্নয়নে ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজের সুবিধা হলো-
i. শিল্পের বিকেন্দ্রীকরণ
ii. সম্পদের সদ্ব্যবহার
iii. আন্তঃব্যক্তিক সম্পর্ক
নিচের কোনটি সঠিক?
বিক্রয়িকতার মাধ্যমে একজন বিক্রয়কর্মী-
i. পণ্যের মান ঠিক রাখে
ii. পণ্যের বাজার অব্যাহত রাখে
iii. পণ্যের নতুন বাজার সৃষ্টি করে
“বেগম বেকারী” তার উৎপাদিত খাদ্য সামগ্রী দেশীয় বাজারে বাজারজাত করার জন্য দেশীয় একটি মান সনদ প্রদানকারী সংস্থার নিকট থেকে মান সনদ সংগ্রহ করে ।
বেগম বেকারী দেশীয় কোন প্রতিষ্ঠান থেকে মান সনদ সংগ্রহ করেছে?
মোড়কীকরণ বিপণন মিশ্রণের কোন উপাদানের অন্তর্ভুক্ত?