হিমেল রাজশাহীর সীমান্তে ভারত হতে প্রতি ঈদেই গরু এনে তা দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করে। হিমেলের ব্যবসায়টি বিপণন পরিবেশের কোন উপাদানটির পরিপন্থি?
জনাব আসাদ বাজার সম্প্রসারণে যেসব কার্য সম্পাদন করেন তার। মধ্যে উল্লেখযোগ্য হলো-
i. পরিবহন ব্যয়
ii. বিজ্ঞাপন প্রদান
iii. পণ্য সংরক্ষণ
নিচের কোনটি সঠিক?
'অনন্যা ফ্যাশন' বিক্রয়কর্মী নিয়োগে কোন ধরনের গুণাবলির ওপর গুরুত্ব দেন?
হায়দার এক লক্ষ টাকা নিয়ে ব্যবসায় শুরু করেন। তিনি শ্রমেরও ব্যবস্থা করেন। হায়দারের ব্যবসায়ে কোন উপকরণের অভাব রয়েছে?
বিশ্ব বা দেশীয় অঞ্চল, শহর বা নগরের আয়তন, ঘনত্ব, জলবায়ু ইত্যাদির ভিত্তিতে বাজারকে বিভিন্ন শ্রেণিতে বিভক্ত করাকে কী বলে?
হক পরিবহণের তাপ নিয়ন্ত্রিত বাস নিয়মিত সিলেট থেকে চট্টগ্রাম রুটে চলাচল করে। গতকাল সকালে একটি বাসের ১০টি টিকেট অবিক্রিত থাকায় ক্ষতির সম্মুখীন হয়। উদ্দীপকে সেবার কোন বৈশিষ্ট ফুটে উঠেছে?