মানুষ পরিবেশের-
অ্যাপার্টমেন্ট, বিমা পলিসি, শেয়ারবাজার ইত্যাদি বিপণনে যে মধ্যস্থকারবারি নিয়োজিত তাকে কী বলে?
প্যাকিং ডিজাইন হলো-
i. পণ্যের আবরণকে আকর্ষণীয় করা
ii. পণ্যের মোড়ক আধুনিকীকরণ
iii. পণ্যের সুরক্ষা নিশ্চিতকরণ
নিচের কোনটি সঠিক?
বণ্টনপ্রণালির সদস্যরা উৎপাদক এবং ভোক্তাদেরকে যে সকল সেবা প্রদান করে তা হলো-
i. অর্থসংস্থান
ii. তথ্য সরবরাহ
iii. কাঁচামাল সরবরাহ
ভারসাম্য বিন্দু কী?
জনাব সৌমিত্র 'অনিন্দ সুপার শপ' এ বিক্রয়কর্মী হিসেবে চাকরি করছেন। তিনি আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী, আত্মবিশ্বাসী, উদ্যমী ও আশাবাদী একজন মানুষ। তাছাড়া মার্জিত আদব-কায়দা ও মিশুক স্বভাবের কারণে তার সুনাম রয়েছে। ফলে বছর না ঘুরতেই তিনি এখন ফ্লোর ইন চার্জের দায়িত্ব পেয়েছেন।
বিক্রয়কর্মী হিসেবে জনাব সৌমিত্রের কোন ধরনের গুণাবলির কথা উল্লেখ করা হয়েছে?
i. পেশাগত
ii. মনস্তাত্ত্বিক
iii. সামাজিক