একটি কলম কিনতে করিমের ৫ টাকা ব্যয় হয়। কলমটি দিয়ে লিখে সে ৭ টাকার উপযোগ লাভ করে। করিমের কলমের জন্য ব্যয় ও কলম থেকে প্রাপ্ত উপযোগের পার্থক্যকে কী বলে?
টেকসই উন্নয়নের গুরুত্বপূর্ণ উপাদান হলো-
i. পরিবেশগত ভারসাম্য
ii. অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা
iii. বেকার সমস্যা দূরীকরণ
নিচের কোনটি সঠিক?
প্রতিষ্ঠানের পক্ষে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা সম্ভব হয়-
i. আদর্শ বিন্যাসে
ii. উত্তম বিন্যাসে
iii. সুবিন্যস্ত বিন্যাসে
অনলাইন বিপণন পদ্ধতির বৈশিষ্ট্য হলো-
i. এটি আন্তঃক্রিয়াশীল পদ্ধতি
ii. এ পদ্ধতিতে খরচ কম হয়
iii. এটি প্রযুক্তিনির্ভর বিপণন ব্যবস্থা
নিচের কোনটি ইন্টারনাল ফেইলিউর কষ্ট বা অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যয়?
ASUS কোম্পানি ডেস্কটপ কম্পিউটার তৈরির পাশাপাশি ল্যাপটপ কম্পিউটার তৈরি করার সিদ্ধান্ত নিল। এটি কোন ডিজাইনের আওতায় পড়বে?