বিপণন কীভাবে ভোক্তাদের জীবনযাত্রার মান উন্নত করে?
i. উন্নতমানের পণ্য সরবরাহ
ii. কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি
iii. উৎপাদনে নতুন প্রযুক্তি স্থাপন
নিচের কোনটি সঠিক?
উৎপাদন ক্ষমতার ওপর প্রভাববিস্তারকারী উপাদান কোনটি?
স্বল্প শিক্ষিত মাসুম ঢাকার বেইলি রোডে একটি চটপটির দোকান দেন। অল্পদিনের মধ্যেই দোকানটি জমজমাট হয়ে উঠে। এর কারণ কী?
ম্যাগাজিন, খেলনা প্রভৃতি কোন ধরনের পণ্যের উদাহরণ?
Y এবং Z. উভয়ই উন্নয়নশীল দেশ। কিন্তু Y দেশের মাথাপিছু আয় ৮১০ এবং ২ দেশের মাথাপিছু আয় ২২৫। মাথাপিছু আয় বাড়ানোর পক্ষে ১ দেশ যেসব পদক্ষেপ নিতে পারে সেগুলো হলো-
i. সুষ্ঠু পরিকল্পনা
ii. মুদ্রাস্ফীতি রোধ
iii. জাতীয় আয়ের সঠিক বণ্টন
ব্রাজার বিভক্তিকরণ কী বিভক্ত করে?