বাংলাদেশের সমাজে উদ্যোক্তাদের এগিয়ে নিতে নিচের কোনটি অধিক গুরুত্বপূর্ণ?
সুজন একজন নতুন উদ্যোক্তা। তার সফলতা অর্জনে নিচের কোন গুণটি তার জন্য বেশি সহায়ক হবে?
ব্যবসায় উদ্যোগের উদাহরণ হলো-
i. মহল্লায় বিউটি পার্লার চালু করা
ii. এলাকায় ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা
iii. মোবাইল ব্যাংকিং-এর চেইন পয়েন্ট চালু করা
নিচের কোনটি সঠিক?
ব্যবসায় উদ্যোগ কার্যাবলির অন্তর্ভুক্ত হলো-
i. অর্থসংস্থান
ii. ঝুঁকি গ্রহণ
iii. উপকরণাদি সংহতকরণ।
সফল উদ্যোক্তার গুণাবলি হলো-
i. সৃজনশীল মানসিকতা
ii. সাফল্যার্জনের স্পৃহা
iii. ঝুঁকি গ্রহণের মানসিকতা
কৃতিত্বার্জন চাহিদা নির্ণয়ে বিবেচ্য বিষয় হলো-
i. আমার নিরুৎসাহের কারণ কী?
ii. আমি কি ব্যক্তিগতভাবে দায়িত্ব নিতে পছন্দ করি?
iii. আমি কি ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যেতে পারি?