উদ্যোক্তাকে কে উদ্ভাবনকারী হিসেবে আখ্যায়িত করেছেন?
ব্যবসায় উদ্যোগ বলতে বোঝায়-
i. মুনাফা অর্জনের আশায় ঝুঁকি নেওয়া
ii. দৃঢ়ভাবে ব্যবসায়কে এগিয়ে নিয়ে যাওয়া
iii. সফলভাবে ব্যসায় পরিচালনা করা
নিচের কোনটি সঠিক?
একজন সফল উদ্যোক্তা সর্বদা ঝুঁকি-
i. আগেই নিরূপণ করেন
ii. হ্রাসের ব্যবস্থা গ্রহণ করেন
iii. পরিমিত মাত্রায় গ্রহণ করেন
সফল উদ্যোক্তা ঝুঁকিগুলোকে-
i. এড়ানোর পদক্ষেপ নেন :
ii. কমানোর পদক্ষেপ নেন
iii. গ্রহণের পদক্ষেপ নেন
সামির ব্যাংক ঋণ নিয়ে একটি খামার গড়ে তুলেছিল। কিন্তু প্রথম প্রচেষ্টায় সফল হতে পারেনি। এক্ষেত্রে তার করণীয়-
i. ব্যর্থতার কারণ খুঁজে বের করা
ii. দ্বিতীয়বার নতুন উদ্যমে কাজ শুরু করা
iii. নতুন ব্যবসায় আরম্ভ করা
একজন সফল উদ্যোক্তা তার কাজের সাফল্যে-
i. অহংকারবোধ করে
ii. পরিতৃপ্তি পায়
iii. অসীম আনন্দ পায়