শাসন বিভাগের কাজ হলো—
i. প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনা
ii. স্বরাষ্ট্র বিষয় দেখাশুনা
iii. অপরাধীকে দণ্ড বা শাস্তি প্রদান
নিচের কোনটি সঠিক?
পৃথিবীর অধিকাংশ দেশের আদালত কী রকম?
জনাব ‘ক’ এর দেশে কোন ধরনের সরকারব্যবস্থা বিদ্যমান?
রহিম একজন দরিদ্র কৃষক। তার ছেলেকে স্কুলে দিলে স্কুলের প্রধান শিক্ষক তাকে ভর্তি না করার সিদ্ধান্ত নেয়। কারণ তার সামার্থ্য নেই। উক্ত খবরটি পত্রিকায় প্রকাশিত হয় এবং আদালত স্বপ্রণোদিত হয়ে রুল জারি করেন। এখানে কীসের নির্দেশনা রয়েছে?
উক্ত সরকারব্যবস্থায় দেখা যায়—
i. প্রধানমন্ত্রী আইনসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা
ii. মন্ত্রিগণ প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে নিযুক্ত হন
iii. আইন ও বিচার বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান নয়
আইনের অনুশাসন বলতে বোঝায়-
i. সব মানুষই আইনের দৃষ্টিতে সমান
ii. কোনো অপরাধীকে ক্ষমা না করা
iii. শুনানী ব্যতীত শাস্তি না দেওয়া