নিচের কোনটি অনৈচ্ছিক আচরণ?
ফ্রয়েডের বিশ্বাস অনুযায়ী, অনেক রোগীর জটিল সমস্যার মূলে কী রয়েছে?
নিচের উদ্দীপকটি পড় এবং ১৮ ও ১৯নং প্রশ্নের উত্তর দাও : একজন অসুস্থ রোগী তার চিকিৎসা সহায়তা পাওয়ার জন্য ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন বোধ করল। কিন্তু ডাক্তারের কাছে গেলে ইনজেকশন দিতে হবে এই আশঙ্কায় ডাক্তারের কাছে যেতে ভয় পাচ্ছে। আবার না গেলে অসুস্থতা বেড়ে যাবে এটাও পীড়া দিচ্ছে।
উদ্দীপকে অসুস্থ ব্যক্তিটির মধ্যে কোন ধরনের দ্বন্দ্ব বিদ্যমান?
কোনটিকে বৈদ্যুতিক উদ্দীপনা দিলে প্রাণী আক্রমণাত্মক হয়ে ওঠে?
বক্ষদেশীয় মেরুস্নায়ু কত জোড়া?
অভিমান, রাগে ফেটে পড়া, সামান্য কারণে কেঁদে ফেলা কোন সময়ের স্বাভাবিক প্রতিক্রিয়া?