‘এক-আধটু ঠাট্টা-মস্করা করতেও শুরু করেছে' – কারা এ কাজটি করতে শুরু করেছে?
'চারদিকে আমি অন্ধকার দেখছি'- উক্তিটি কে করেছে?
প্রথমে মাটি কাটার দলে না নেওয়ায় বুধা ফুঁপিয়ে কেঁদে উঠেছিল কেন?
"ও পাথরের চোখ মেলে মৃত্যু দেখে।”— এখানে পাথরের চো বলতে কী বোঝানো হয়েছে?
কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
পলি ভাবীর চোখের সামনে মুক্তিযুদ্ধের সময় পাক সেনারা তার স্বামী, শ্বশুর ও সন্তানকে হত্যা করে। পলি ভাবী প্রতিশোধ নেওয়ার জন্য মাইন সংগ্রহ করে। বুকে মাইন বেঁধে পাক সেনাদের গাড়ির উপর ঝাঁপিয়ে পড়ে এবং অনেক পাক হানাদারকে হত্যা করে। উদ্দীপকে 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন চরিত্রের সাদৃশ্য আছে?