নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাওআরিফ তার সঞ্চিত অর্থ একটি আর্থিক প্রতিষ্ঠানে জমা রাখে । বছর শেষে সে তার জমাকৃত অর্থ অতিরিক্ত অর্থসহ উত্তোলন করে ।৩. আরিফের লেনদেনকৃত আর্থিক প্রতিষ্ঠানের নাম কী ?
চাহিদা রেখা—
i. বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়
ii. বাম থেকে ডান দিকে উর্ধ্বগামী হয়
iii. বাম থেকে ডান দিকে সমান্তরাল
নিচের কোনটি সঠিক?
আতিকুল হক যে দেশে রোজগার করেন তার অর্থনৈতিক বৈশিষ্ট্য হল-
i. দক্ষ জনশক্তি
ii. মূলধন কম
iii. ভূমি ও প্রাকৃতিক সম্পদ বেশি
নিচের কোনটি সঠিকা
কোন দ্রব্যের একাধিক একক পর পর ভোগের ক্ষেত্রে—
i. মোট উপযোগ বৃদ্ধি পায়
ii. প্রান্তিক উপযোগ হ্রাস পায়
iii. ক্রয় ক্ষমতা হ্রাস পায়
সাধারণ ভোগ্যদ্রব্যের যোগানের ক্ষেত্রে-
i. দাম বৃদ্ধি পেলে যোগান বৃদ্ধি পায়
ii. দাম ও যোগানের মধ্যে সমমুখী সম্পর্ক থাকে
iii. দাম বৃদ্ধিতে চাহিদা অপরিবর্তিত থাকে
চাহিদারেখা ডান দিকে ঊর্ধ্বগামী হবে যদি-
i. ক্রেতার আয় বৃদ্ধি পায়
ii. ক্রেতার রুচি, অভ্যাস ও পছন্দের পরিবর্তন হয়
iii. বিকল্প দ্রব্যের দাম অপরিবর্তিত থাকে