The Code of Civil Procedure, 1908 এর Order XXXVII অনুযায়ী দাখিলী ‘Summary Suit’ নিস্পত্তি করতে পারেন কে?
নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ অনুযায়ী বিচারের উদ্দেশ্যে দৈনিক খবরের কাগজে প্রজ্ঞাপনের মাধ্যমে সর্বোচ্চ কত দিনের মধ্যে পলাতক আসামিকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া যায়?
ফৌজদারি মামলার কোন পর্যায়ে আসামি 'ডিসচার্জের আবেদন করতে পারেন?
The Code of Criminal Procedure, 1898-এর কোন ধারায় নালিশের দরখাস্ত প্রাপ্তির পর ম্যাজিস্ট্রেট অভিযোগকারীর জবানবন্দি রেকর্ড করেন?
The Penal Code, 1860-এর ১৯৩ ধারা মতে কোনো বিচারিক কার্যধারায় ইচ্ছাকৃতভাবে মিথ্যা সাক্ষ্য প্রদানের সর্বোচ্চ শাস্তি কোনটি?
The Penal Code, 1860 এর কোন ধারায় প্রতারণার সংজ্ঞা দেওয়া হয়েছে?