রাজনৈতিক দুর্বলতা কিসের কারণ?
কত সালে ম্যাগনাকার্টা সনদ প্রণয়ন করা হয়?
দেশের সংবিধান অনুযায়ী প্রত্যেক নাগরিকের অধিকার রয়েছে—
i. স্বাধীনভাবে মতামত প্রকাশের
ii. সংগঠন করার
iii. সমিতি করার
নিচের কোনটি সঠিক?
করিম সাহেব গত ৫ বছর যাবৎ আমেরিকায় থাকেন। বাংলাদেশে থাকাকালীন সময়ে দুটি সন্তান রেবা ও রুবেল জন্মলাভ করে। এ বছর তাদের একটি পুত্র সন্তান জন্মলাভ করে। যে নীতির ভিত্তিতে করিম সাহেব একই সাথে বাংলাদেশ ও আমেরিকার নাগরিক হবে তা হলো—
i. জন্মসূত্রে
ii. অনুমোদনসূত্রে
iii. জন্ম ও অনুমোদনসূত্রে
আওয়ামী লীগের মূলনীতি—
i. বাঙালি জাতীয়তাবাদ
ii. গণতন্ত্র
iii. ধর্মনিরপেক্ষতা ও শোষণমুক্ত সমাজ বিনির্মাণ—
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সংবিধান কীভাবে প্রণীত হয়?