নিজেদের উৎপাদিত শাকসবজি বাজারজাতকরণের লক্ষ্যে মহসিন সাহেব জামালপুর এলাকার ২৫ জন সমমনা চাষিকে নিয়ে একটি সংগঠন গড়ে তোলেন। তারা মুনাফার ১৫% সঞ্চিতি তহবিলে জমা রেখে অবশিষ্ট মুনাফা সমভাবে নিজেদের মধ্যে বণ্টন করে নেন।" মহসিন সাহেবের ব্যবসায়টি কোন প্রকৃতির?