মজিদ ও সাজিদ একটি অংশীদারি প্রতিষ্ঠান গঠন করতে চায়। তারা সাফল্য লাভ করবে যদি-i. লিখিত চুক্তিতে আবদ্ধ হয়ii. যদি প্রতিষ্ঠান নিবন্ধিত হয়iii. ঝগড়া-বিবাদ এড়ানোর জন্যে লিখিত অঙ্গীকার করে
নিচের কোনটি সঠিক?
অংশীদারি ব্যবসায়ের দায় কীরূপ?
সরকার কর্তৃক গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়কে কী বলে?
সমাজের সম্মান ও শ্রদ্ধা পেতে হলে যে পথ অবলম্বনের কোনো বিকল্প নেই তা হলো-i. নৈতিক আচরণii. সত্য পথ অবলম্বনiii. কৌশলী কাজনিচের কোনটি সঠিক?
পূর্বনির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য সম্পাদিত কার্যাবলিকে কী বলা হয়?
অংশীদারি ব্যবসায়ের নিবন্ধনের আবেদনপত্র জমা দিতে হয় কার কাছে ?