রহিম, করিম এবং সেলিম একটি অংশীদারি ব্যবসায় শুরু করে এবং একটি অংশীদারি চুক্তি করে। রহিম অন্যান্য অংশীদারের প্রদত্ত মূলধনের দ্বিপুপ মূলধন প্রদান করে। বছর শেষে ব্যবসায়টি ১,০০,০০০ টাকা ক্ষতির সম্মুখীন হয় এ ক্ষতি কীভাবে বষ্টিত হবে?
পেট্রোবাংলার উদ্দেশ্য কী?
পাবলিক লিমিটেড কোম্পানির ন্যূনতম কতজন পরিচালক থাকতে হবে?
মি. এনাম একটি প্রতিষ্ঠানের প্রশাসন বিভাগের ব্যবস্থাপক। তিনি প্রতিষ্ঠানের কর্মী নির্বাচন, নিয়োগ, বদলি প্রভৃতি বিষয়ের ক্ষেত্রে দায়িত্ব পালন করেন। তার এ কাজটি ব্যবস্থাপনা কাজের কোনটির সাথে সম্পৃক্ত?
বাংলাদেশের দ্রুত উন্নয়নশীল দেশে উদ্যোক্তার প্রয়োজন কেন?
মিতু কম্পিউটার সহজে হিসাব-নিকাশের একটি সফ্টওয়্যার তৈরি করল। মিতু কম্পিউটার কোনটির মাধ্যমে তার সফটওয়্যারটি সংরক্ষণ করবে?