কোন পদ্ধতিটি প্রকল্প মূল্যায়ন নগদ প্রবাহকে ব্যবহার করে না?
নোট ইস্যু ব্যাংকের কোন ধরনের নীতি?
মূলধন বাজেটিংয়ের পদ্ধতি হলো-i. পে-ব্যাক সময় পদ্ধতিii. গড় মুনাফা হার পদ্ধতিii. নিট মুনাফা হার পদ্ধতি
নিচের কোনটি সঠিক?
কোন সুদের ক্ষেত্রে কেবল আসলের ওপর সুদ গণনা করা হয়?
নগদ অর্থ ও মুনাফার মধ্যে কোন ধরনের সম্পর্ক রয়েছে?
'ক' তার সেলুনের জন্য ২০,০০০ টাকার হুইল চেয়ার কিনেছে। ক্রয়কৃত হুইল চেয়ার ব্যবহার করে ব্যবসায় থেকে আগামী ৬ বছর বার্ষিক ৪,০০০ টাকা আন্তঃপ্রবাহ নিশ্চিত করতে পারবে। এক্ষেত্রে পে-ব্যাক সময় কত হবে?