ঝুঁকি হ্রাস করার জন্যে কোম্পানি কোন কৌশল গ্রহণ করতে পারে?
নোট ইস্যুর ক্ষেত্রে ব্যাংক অনুসরণ করে—
ব্যাংক তার সঞ্চয়ী ও চলতি হিসাবে আমানতকারীর অর্থ দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে পারে না কেন?
ক্রেতা হতে অগ্রিম গ্রহণ করা হয় কেন?
নাটাই লি, তাদের জমি রিফাতের কাছে জামানত দিয়ে ৫০ লক্ষ টাকা ঋণ মূলধন নেয়। ২০২২ সালের ৩০ জুন কোম্পানির সাথে তার এ চুক্তি শেষ হবে। এক্ষেত্রে রিফাতের বিনিয়োগকৃত অংশকে কী বলা হবে?
কোম্পানি বিলুপ্তির পর সর্বপ্রথম কাদের পাওনা পরিশোষ করা হয়?