নিহা ৪ বছর পর বিমা কোম্পানি থেকে ২ লক্ষ টাকা পাবেন। ১% যান্মাসিক বাটার হারে উক্ত টাকার বর্তমান মূল্য কত?
মূলধন বাজেটিং প্রক্রিয়ার ধাপ হলো—
i. মূলধন বাজেটিং পদ্ধতি নির্বাচন ও প্রয়োগ
ii. নগদ প্রবাহ প্রাক্কলন
iii. বাট্টা হার নির্ধারণ
নিচের কোনটি সঠিক?
লভ্যাংশ সমতাকরণ তহবিলের মাধ্যমে কোম্পানি-
i.নিজেদের সুনাম অক্ষুণ্ণ রাখতে পারে
ii. নিয়মিতভাবে লভ্যাংশ প্রদান করতে পারে
iii. শেয়ারহোল্ডারদের প্রত্যাশা পূরণ করতে পারে
গ্রাহকদের জীবনযাত্রার মানোন্নয়নকল্পে ব্যাংক বিভিন্ন ধরনের—i. সেবা প্রদান করেii. পণ্য সৃষ্টি করেiii. উৎপাদন বৃদ্ধি করেনিচের কোনটি সঠিক?
কতজন পরিচালকের সমন্বয়ে প্রাইভেট ব্যাংক স্থাপন করা যায়?
একটি প্রকল্পের নিট মুনাফা যথাক্রমে ৩৬.৬৬ টাকা, ১৬.৫৭ টাকা ও – (১৯.০৩) টাকা। - প্রকল্পটির গড় মুনাফা কত?