রোগ প্রতিকারে জুলফিকারের করণীয় -
i. রোগাক্রান্ত গাছ তুলে ফেলতে হবে
ii. লাল পোকা দমনের ব্যবস্থা গ্রহণ করতে হবে
iii. টিল্ট-২৫০ ইসি অনুমোদিত মাত্রায় ব্যবহার করতে হবে
নিচের কোনটি সঠিক?
লবণাক্ত এলাকায় বিনা ধান ৮ এর ফলন হেক্টর প্রতি কত টন?
টুংরো রোগে আক্রান্ত ধান গাছ -
i. টান দিলে সহজেই উঠে আসে
ii. এর কুশি হয় না
iii. এর পাতার রং হালকা সবুজ ও পরবর্তীতে হলদে হয়
ধানের কোন জাতটির রোগ ও পোকামাকড় প্রতিরোধ ক্ষমতা রয়েছে?
ধানের ভাইরাসজনিত টুংরো রোগ প্রতিরোধী জাত হলো—
i. চান্দিনা
ii. দুলাভোগ
iii. ব্রিশাইল
ধান ক্ষেতের পোকা দমন করা যায়-
i. আলোক ফাঁদ ব্যবহার করে
ii. পোকা খেকো পাখির সাহায্যে
iii. কীটনাশক ব্যবহার করে