মোটা বেতের অভাব হলে মিশ্র শিল্প হিসেবে ব্যবহৃত হয় -
i. কাঠ
ii. বড় বাঁশ
iii. নারিকেলের ছোবরা
নিচের কোনটি সঠিক?
সরিষায় জাব পোকার আক্রমণে -
i. ফুল ও ফল ধারণ বাধাগ্রস্ত হয়
ii. ফল কুঁচকে ছোট হয়ে যায়
iii. শতকরা ৩০-৭০ ভাগ ফলন কম হয়
বারি সরিষা ১০ হচ্ছে—
i. সরিষার লবণাক্ততা সহিষ্ণু জাত
ii. সরিষার খরা সহিষ্ণু জাত
iii. সরিষার বন্যা সহিষ্ণু জাত
বন্যাসহিষ্ণু স্থানীয় জাতের গভীর পানির আমন ধানের মধ্যে রয়েছে—
i. দিশারী
ii. বাজাইল
iii. ফুলকড়ি
সরিষা বীজের অঙ্কুরোদগম ক্ষমতা নষ্ট হয়—
i. বীজ ভালোভাবে না শুকিয়ে সংরক্ষণ করলে
ii. সংরক্ষিত বীজ মাঝে মাঝে রোদে না দিলে
iii. শুকানো বীজ গরম অবস্থায় সংরক্ষণ করলে
নাবী জাতের আমন ধান—
i. জোয়ার-ভাটা অঞ্চলে চাষ করা হয়।
ii. কিছুটা লবণাক্ততা সহিষ্ণু
iii. যে কোন সময় চাষ করা যায়