দেশের বিস্তৃত বন্যাপ্রবণ এলাকার প্রধান ফসল কোনটি?
পাহাড়ি ও পাদভূমি অঞ্চলের অন্তর্গত হলো -
i. খাগড়াছড়ি
ii. বান্দরবান
iii. রাঙামাটি
নিচের কোনটি সঠিক?
মাটিস্থ জীবাণুসমূহ—
i. জৈব পদার্থ পচনে সাহায্য করে
ii. গাছকে পুষ্টি প্রদান করে
iii. উঁচু-নিচু জমিকে সমতল করে
ফসল উৎপাদন কীসের উপর নির্ভরশীল?
i. মাটির বৈশিষ্ট্য
ii. ফসলের জাত
iii. আবহাওয়া
প্রাকৃতিক ভূমিক্ষয়ের ক্ষেত্রে প্রযোজ্য হলো—
i. এর ফলে চর বা দ্বীপ গড়ে উঠেছে
ii. অনেক অঞ্চল উর্বর হয়েছে
iii. একে বলে স্বাভাবিক ক্ষয়
বছরের নির্দিষ্ট সময়ে দিনাজপুর এলাকায় ভূমিক্ষয় হবার অন্যতম কারণ –
i. বায়ু প্রবাহ
ii. মাটির প্রকৃতি
iii. ভূমির ঢাল