পুকুরের পোনা মারা যাওয়ার কারণ—
i. পানির তাপমাত্রার পার্থক্য
ii. ক্ষতিকারক পরজীবীর আক্রমণ
iii. অক্সিজেনের ভিন্নতা
নিচের কোনটি সঠিক?
বারি ছোলা ৫ জাতের ছোলার গাছের রং কেমন?
বীজ উৎপাদনের জন্য নির্বাচিত জমি -
i. উর্বর হবে
ii. আগাছামুক্ত ও আলো-বাতাসযুক্ত থাকবে
iii. ২% জৈব পদার্থের উপস্থিতি থাকবে
ধান বীজ জীবাণুমুক্ত করা যায় -
i. রোদে ২-৩ ঘন্টা শুকিয়ে
ii. ৫২-৫৫ ডিগ্রি সে গরম পানিতে ১৫ মিনিট ডুবিয়ে রেখে
iii. প্রতি কেজিতে ৩০ গ্রাম কার্বক্সিন (১.৭৫%) + থিরাম (১.৭৫%) ব্যবহার করে
বীজ কত গভীরতায় বপন করতে হবে তা নির্ভর করে—
i. বীজের আকারের ওপর
ii. বীজের বিশুদ্ধতার ওপর
iii. মাটির ধরনের ওপর
ভেজা ও শুকনো বীজতলা তৈরি করা হয় –
i. নিচু ও এঁটেল মাটি সম্পন্ন জমিতে
ii. উঁচু ও দোআঁশ মাটি সম্পন্ন জমিতে
iii. নিচু ও বেলে দোআঁশ মাটি সম্পন্ন জমিতে