ফরিদা বেগমের পুকুরে কত কেজি চুন প্রয়োগ করতে হবে?
বারি ছোলা ৫ জাতের গাছের উচ্চতা কত সেমি.?
বীজ কত গভীরতায় বপন করতে হবে তা নির্ভর করে—
i. বীজের আকারের ওপর
ii. বীজের বিশুদ্ধতার ওপর
iii. মাটির ধরনের ওপর
নিচের কোনটি সঠিক?
ভেজা ও শুকনো বীজতলা তৈরি করা হয় –
i. নিচু ও এঁটেল মাটি সম্পন্ন জমিতে
ii. উঁচু ও দোআঁশ মাটি সম্পন্ন জমিতে
iii. নিচু ও বেলে দোআঁশ মাটি সম্পন্ন জমিতে
হেক্টর প্রতি আলুর বীজের হার নির্ধারণে বিবেচনা করতে হয় –
i. বীজের বিশুদ্ধতা
ii. অঙ্কুরোদগম ক্ষমতা
iii. মাটির উর্বরতা
বন্যাকবলিত এলাকায় তৈরি করা যায় -
i. ভেজা বীজতলা
ii. ভাসমান বীজতলা
iii. দাপোগ বীজতলা