অনিক ধান বীজ সংরক্ষণের জন্য ২০০ কেজি ধান রৌদ্রে শুকালেন, শুকানোর পর তিনি ওজন করে দেখলেন ১৭৫ কেজি, বীজের শতকরা আর্দ্রতার হার কত?
জাত, মাটি ও মাটিতে রসের তারতম্য অনুসারে সরিষার জমিতে প্রয়োগ করা হয় -
i. কম্পোস্ট সার
ii. জিঙ্ক সালফেট
iii. বোরাক্স
নিচের কোনটি সঠিক?
বারি আলু ২২ হচ্ছে—
i. আলুর লবণাক্ততাসহিষ্ণু জাত
ii. আলুর খরাসহিষ্ণু জাত
iii. লাল রঙের
ভিতরে হালকা কমলা রঙ বিশিষ্ট হয়ে থাকে -
i. বারি মিষ্টি আলু ৬
ii. বারি মিষ্টি আলু ৭
iii. বারি মিষ্টি আলু ৮
সরিষার বীজে বালি বা ছাই মিশিয়ে ছিটাতে হয় কারণ এতে –
i. বীজ জমিতে সমভাবে পড়ে
ii. কোথাও ঘন কোথাও পাতলা হবার আশঙ্কা কম থাকে
iii. বীজের অপচয় হয় না
সরিষায় জাব পোকার আক্রমণে -
i. ফুল ও ফল ধারণ বাধাগ্রস্ত হয়
ii. ফল কুঁচকে ছোট হয়ে যায়
iii. শতকরা ৩০-৭০ ভাগ ফলন কম হয়