কোন ধরনের জমিতে চা ভালো জন্মে?
গুরুমণ্ডলীয় স্তরটি কত কিলোমিটার পুরু?
জলবিদ্যুৎ কীভাবে উৎপাদন করা হয়?
অধিক ঝুঁকিপূর্ণ ভূমিকম্পের রিখটার স্কেলের মাত্রা কত?
বাংলাদেশে মজুদ খনিজ সম্পদসমূহ উত্তোলনের অনেক প্রতিবন্ধকতা রয়েছে। এক্ষেত্রে মৌলিক প্রতিবন্ধকতা হলো-
i. মূলধনের স্বল্পতা ও কারিগরি জ্ঞানের অভাব
ii. আধুনিক যন্ত্রপাতির অভাব
iii. সুষ্ঠু নীতিমালার অভাব
নিচের কোনটি সঠিক?
আলিফ যে এলাকায় বসতি স্থাপন করে আছেন, সেখানকার বাসগৃহের ধরন একস্থানে বেশ কয়েকটি পরিবার অনেক বাসগৃহ একত্রিত হয়ে বসবাস করে।
আলিফের বাসগৃহের বসতি কোন ধরনের বসতি?