বাংলাদেশের কোন অঞ্চলের জেলাগুলোতে গম চাষ বেশি প্রসার লাভ করেছে?
গ্রহ, নক্ষত্র, ধূমকেতু, উল্কা, নীহারিকা, পালসার, কৃষ্ণবামন, কৃষ্ণগহ্বর প্রভৃতি নিয়ে গঠিত হয়েছে—
নদীর প্রাথমিক অবস্থা কীরূপ ছিল?
সমুদের গভীরতা মাপা হয় কোন যন্ত্রের মাধ্যমে?
শিক্ষিত ও মেধাবী লোকের অভিগমনে দেশ কী হয়?
পরিচলন বৃষ্টির বৈশিষ্ট্য—
i. নিরক্ষীয় অঞ্চলের পানি বাষ্পে পরিণত হয়ে সোজা উপরে উঠে শীতল হয়ে বৃষ্টিপাত ঘটায়
ii. প্রচণ্ড সূর্য কিরণে ভূ পৃষ্ঠ তাড়াতাড়ি গরম হয়ে উঠে
iii. ঊর্ধ্ব মুখী বায়ু শুদ্ধ রুদ্ধতাপ হ্রাস পেয়ে শীতল হয়ে বৃষ্টিপাত ঘটায়
নিচের কোনটি সঠিক?