উদ্দীপকের সঙ্গে তোমার পাঠ্যবইয়ের কোন কবিতার ভাবের সাদৃশ্য রয়েছে ?
“মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান'— 'মানুষ' কবিতার চরণে কী প্রকাশ পেয়েছে?
মুক্তিযোদ্ধাদের শক্তিশালী আক্রমণ বোঝানোর প্রতীকটি হলো-
উদ্দীপকটি পড়ে ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাও :
শিল্পপতি অসিত চট্টোপাধ্যায়ের বাড়িতে দারোয়ানের চাকরি করে বৃদ্ধ তাপস। নিচু জাতের বলে কখনো দারোয়ানকে অবজ্ঞা করেননি অসিত ও চট্টোপাধ্যায়। 'তাপসদা' বলেই সম্বোধন করেন। তিনি দারোয়ানকে। বয়োবৃদ্ধ তাপস এক সময়। কাজ করার সামর্থ্য হারিয়ে তার ছেলেকে নিজের স্থলে নিয়োগের জন্য প্রশিক্ষণ দিতে থাকে। কিন্তু তাপস একদিন গাড়ি ধুতে গিয়ে গাড়ির একটি গ্লাস ভেঙে ফেলে ছেলেটি। এতে ছেলের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়ে।
উদ্দীপকের অসিত চট্টোপাধ্যায় ‘অভাগীর স্বর্গ’ গল্পের কোন চরিত্রের বিপরীত?
'কপোতাক্ষ নদ' কোন জাতীয় কবিতা ?
'শিক্ষিত সমাজের লোলুপ দৃষ্টি আজ অর্থের ওপরই পড়ে রয়েছে।'
উপরে উল্লিখিত বাক্যটির সাথে নিচের কোন রচনা সঙ্গতিপূর্ণ?