'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় হরিদাসীর সিঁথির সিঁদুর মুছে গেল কেন?
উদ্দীপকটি পড়ে ১৪ নং প্রশ্নের উত্তর দাও :
রিমা একজন সচেতন মা। তাঁর একমাত্র মেয়ে আনু অষ্টম শ্রেণিতে পড়ে। তিনি আনুকে পাঠ্যবইয়ের পাশাপাশি অন্য বই পড়তে বলেন। বিভিন্ন উপলক্ষে মেয়েকে বই উপহার দেন।
'বইপড়া' প্রবন্ধের আলোকে রিমার মধ্যে কোন উদ্দেশ্যটি লক্ষণীয়?
উদ্দীপকে যে বিষয়বস্তুর ইঙ্গিত রয়েছে তা ‘লাইব্রেরি' প্রবন্ধের যে বাক্যে ব্যক্ত হয়েছে তা হলো i. জীবিত ও মৃত ব্যক্তির হৃদয় পাশাপাশি এক পাড়ায় বাস করিতেছে । ii. বাদ ও প্রতিবাদ এখানে দুই ভাইয়ের মত একসঙ্গে থাকে । iii. সন্ধান ও আবিষ্কার এখানে দেহে দেহে লয় হইয়া বাস করে।নিচের কোনটি সঠিক ?
মমতাদির কোন কথার ভর্ৎসনা নয়, আবেদন প্রকাশ পেয়েছে?
যথার্থ গুরুর কাজ কী?
কত সালে কাজী নজরুল ইসলাম মৃত্যুবরণ করেন?