দিগন্ত থেকে দিগন্তে কে ছুটে চলে?
নিচের উদ্দীপকটি পড় এবং ২৯ নং প্রশ্নের উত্তর দাও :
বড় ভাই সজীব ছোট ভাই রাকিবকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এতে ক্ষিপ্ত না হয়ে বরং রাকিব বলেন, হে আল্লাহ! তুমি আমার ভাইকে সঠিক বুঝ দান কর।
উদ্দীপকের ঘটনা মহানবি (স.)-এর জীবনের কোন ঘটনার সাথে সংগতিপূর্ণ?
'যথেষ্ট হয়েছে আবদুর রহমান—' এ বাক্যে কী প্রকাশ পেয়েছে?
ফুরায়ে এসেছে তেল- এ বাক্যে যা প্রকাশ পেয়েছে তা হলো-
'উপাধি-ধরা বৈজ্ঞানিক ভৃত্যে'- কথাটির অর্থ হলো-
i. উচ্চ বেতনভূক্ত সরকারি পণ্ডিত
ii. ডিগ্রিধারী অমাত্যবর্গ
iii. টিকিধারী রাজকর্মচারী
নিচের কোনটি সঠিক?
'আমার পরিচয়' কবিতায় বাঙালিদের কোন দিকটি ফুটে উঠেছে?