'মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। পক্তিটির ভাবের সাথে সাদৃশ্য রয়েছে কোন চরণের?
উদ্দীপকটি পড়ে ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও :
সাদিদ বাগেরহাট পিসি কলেজে পড়ে। মায়ের অসুস্থতার সংবাদ পেয়ে রাতেই বাড়ির উদ্দেশে রওয়ানা দেয়। গভীর রাতে বাড়ির নিকটে নদীর ২ তারে পৌঁছায়। নদীতে পারাপারের নৌকা না পেয়ে সাঁতার কেটে নদী পার হয়ে বাড়িতে আসে।
উদ্দীপকের সাদিদ চরিত্রটি 'অভাগীর স্বর্গ' গল্পের কার প্রতিনিধিত্ব করে?
কবি আবদুল হাকিম কাদের অসুবিধার কথা বিবেচনা করে কাব্য রচনা করেন?
উক্ত চরিত্রে প্রকাশ পেয়েছে-
i. দায়িত্ববোধ
ii. মানবিকতা
iii. স্বার্থপরতা
নিচের কোনটি সঠিক?
'চর্যাপদ' কাদের সৃষ্টি?
‘আশা' কবিতার কবি কিসের অন্তরালে হারিয়ে যেতে চান?