এক বা একাধিক মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত হয় কোনটি?
নিরক্ষরেখা ও উত্তর মেরু বা দক্ষিণ মেরুর মধ্যে কৌণিক দূরত্ব ৯০° বা এক সমকোণ। সুতরাং-
i. পৃথিবীর মোট পরিধি ৩৬০°
ii. পৃথিবীর মোট পরিধি চার সমকোণ
iii. পৃথিবীর মোট পরিধি দুই সমকোণ
নিচের কোনটি সঠিক?
মানচিত্রে চিহ্নিত ভূ-প্রকৃতিটি
1. টারশিয়ারি যুগের পাহাড় নামে পরিচিত
ii. আরাকান পাহাড়ের সমগোত্রীয়
iii. বেলেপাথর, শেল ও কর্দম দ্বারা গঠিত
বাংলাদেশে কত কিলোমিটার নাব্য জলপথ আছে?
নৌ দুর্ঘটনা এড়ানোর লক্ষ্যে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে; যেমন-
i. বিদ্যমান নৌযান আইনের যথাযথ প্রয়োগ
ii. নৌ চলাচলের উপযোগী আধুনিক নৌযানের সংখ্যা বৃদ্ধি
iii. যাত্রীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি
করতোয়া ও আত্রাই কোন নদীর প্রধান উপনদী?