হিন্দুর অক্ষরে হিংসে সে সবের গণ – উধৃত লাইনটিতে কেন হিন্দুর অক্ষর হিসেবে বাংলা ভাষাকে সম্বোধন করা হয়েছে?i. বাংলা ভাষা সংস্কৃত শব্দবহুলii. বাংলা-সংস্কৃতি হিন্দুয়ানি বলেiii. কূপমন্ডুক জ্ঞানের কারণে
নিচের কোনটি সঠিক?
বাঙালি কিসে মাত হবে বলে হানাদাররা ভেবেছিল?
বনফুল কী উপাধি লাভ করেন?
'আংরাখা' শব্দের অর্থ কী?
উদ্দীপকটি পড়ে ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও :
দিনমজুর ফজলু শহরে বহু পরিশ্রম করে গ্রামের স্কুলে ছেলে সাজ্জাদকে পড়ালেখা করান। কখনো ছেলের পড়াশোনায় যেন বিঘ্ন না ঘটে, সেজন্য বহু কষ্টে নিজের কাজ চালিয়ে যান এবং গ্রামে টাকা । পাঠান। সাজ্জাদও বাবার স্বপ্নকে বুকে ধারণ করে দৃঢ় চিত্তে পড়াশোনা করে এবার মেডিকেলে ভর্তি হয়।
উদ্দীপকের ফজলু 'জীবন-সঙ্গীত' কবিতার কোন পঙক্তির ভাবটি নিজের মধ্যে ধারণ করতে পেরেছেন?
"চকোর" শব্দের অর্থ কী?