পায়ের কাঁটার দিকে বারবার নজর দিতে হলে হাঁটার আনন্দ উপভোগ করা যায় না- এখানে পায়ের কাঁটার বিশেষত্ব কী?
রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
বাহিরেতে নাচে জোনাকি আলোয় থমথম কাল রাত— কী অর্থ প্রকাশ করে ?
কাবুলি সবুজ চায়ের রং কেমন?
নিচের উদ্দীপকটি পড় এবং ৩০ নং প্রশ্নের উত্তর দাও :
বড় ভাই সজীব ছোট ভাই রাকিবকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এতে ক্ষিপ্ত না হয়ে বরং রাকিব বলেন, হে আল্লাহ! তুমি আমার ভাইকে সঠিক বুঝ দান কর।
রাকিবের মধ্যে মহানবি (স.)-এর চরিত্রের যে বৈশিষ্ট্য লক্ষ করা যায়— i. মহানুভবতা ii. উদারতা iii. সহিষ্ণুতানিচের কোনটি সঠিক?
কবি কোন যুগের চিত্রকলা থেকে এসেছেন?