‘মানুষ মুহম্মদ (স.)' কার লিখিত? অথবা, ‘মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধটির লেখকের নাম কী?
মুক্তিফৌজদের উদ্দেশ্য কী ছিল?
সাদৃশ্যের কারণ—i. সম্পদের লোভii. সম্পদের লোভে দুর্ভাবনায় থাকাiii. লোভী মানসিকতা
নিচের কোনটি সঠিক?
মহানবি হযরত মুহম্মদ (স.) পাপীদের ভালোবাসতেন, কারণ তারা—
আঘাতে জর্জরিত হযরত মুহম্মদ (স.) কাদের জন্য ক্ষমা প্রার্থনা করেছিলেন?
উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও :
গ্রামের প্রভাবশালী ছগির মহাজন আমজাদ আলীর। অল্পবয়সী মেয়েকে বিয়ে করার সকল ব্যবস্থা সম্পন্ন করলে মেয়েটি পালিয়ে গিয়ে বদি মিয়ার বাড়িতে আশ্রয় নেয়। ছগির মহাজন বদি মিয়াকে বিভিন্ন প্রকার লোভনীয় প্রস্তাব দিলেও তিনি মেয়েটিকে ফেরত দিতে অস্বীকার করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের হুমকি দেন। পরিস্থিতি উপলব্ধি করে ছগির মহাজন সবকিছু স্বাভাবিকভাবে মেনে নেয় ।
উদ্দীপকের ছগির মহাজনের শেষ সিদ্ধান্তটি বহিপীরের কোন চারিত্রিক বৈশিষ্ট্যের সাথে সংগতিপূর্ণ?