হযরত মুহম্মদ (স.)-এর রূপ, গুণ ও সততা কাকে আকর্ষণ করেছিল?
দুনিয়াটা সত্যি কঠিন ক্ষেত্র'— 'বহিপীর' নাটকে কে এ উক্তিটি করেছে?
কোন গ্রামে কবি সত্যেন্দ্রনাথ দত্ত জন্মগ্রহণ করেন?
উদ্দীপকটি পড়ে ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাও :
লিমা আট বছর বয়সে মাকে হারায়। মাকে হারিয়ে সে তার জীবনের সকল স্নেহ-মমতা, ভালোবাসা থেকে বঞ্চিত হয়।
উদ্দীপকের লিমার সাথে সাদৃশ্য রয়েছে কোন চরিত্রের?
'আমি কোনো আগন্তুক নই' কবিতায় কে কবিকে চেনে বলে উল্লেখ করেছেন?
'জনম-দুঃখী হইয়া তিনি সংসারে আসিয়াছিলেন। হযরত মুহম্মদ (স.) সম্পর্কে এ উক্তির সমর্থনে বলা যায়-
i. তিনি মাতাকে হারিয়েছিলেন
ii. তিনি পিতাকে হারিয়েছিলেন
iii. তিনি চাচাকে হারিয়েছিলেন
নিচের কোনটি সঠিক?