দারিদ্র্যের দুষ্টচক্র হলো-
i. জনসংখ্যা কম
ii. চাহিদা ও সঞ্চয় কম
iii. মূলধন গঠন কম
নিচের কোনটি সঠিক?
মোট দেশজ উৎপাদন (GDP) গণনায় নিচের কোনটি ধরা হয়?
অর্থনীতিতে ‘পলি’ অর্থ কী?
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাওরুমানা তাঁর বাড়ির আঙিনায় সাধারণ বীজ বপন করে প্রথম বছর যে পরিমাণ সবজি পান পরের বছর উন্নত জাতের বীজ ব্যবহার করে তার চেয়ে বেশি সবজি পান ।৩. রুমানা উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে কোনটির ব্যবহার পরিবর্তন করেছেন?
কোন নিয়োগ স্তরে প্রান্তিক উৎপাদন সর্বোচ্চ?
৩. উৎপাদন ক্ষেত্রে এরূপ পরিবর্তন-i. GDP বৃদ্ধি করেii. GNI বৃদ্ধি করেiii. NNI হ্রাস করেনিচের কোনটি সঠিক?