উক্ত বেকারত্ব দূরীকরণের জন্য প্রয়োজন—
i. শিল্প খাতে শ্রমিকের স্থানান্তর
ii. কৃষিতে বিনিয়োগ বাড়ানো
iii. বছরে একটি ফসল উৎপাদন
নিচের কোনটি সঠিক?
শিল্প খাত কৃষি খাতের ওপর নির্ভরশীল। কারণ কৃষিখাত -
i. শিল্পে কাঁচামালের যোগান দেয়
ii. শিল্পে মূলধনের যোগান দেয়
iii. শিল্পপণ্যের বাজার সৃষ্টি করে
২. বাংলাদেশ সরকারের শিল্পনীতি ২০১০ ঘোষণা করার উদ্দেশ্য হলো-i. মাথাপিছু আয়ের হার বৃদ্ধিii. শিল্পক্ষেত্রে নারীদের অগ্রগামী করাiii. করের পরিমাণ
কোন অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদনের উপাদানগুলো ব্যক্তিমালিকানাধীন ?
রহমান সাহেব একজন শিল্প উদ্যোক্তা। এক্ষেত্রে সংগঠক হিসেবে তিনি-
i. ঝুঁকি গ্রহণ করবেন
ii. নীতি নির্ধারণ করবেন
iii. উৎপাদনের উপকরণ সমন্বয় করবেন
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও মতি তার পরিবার নিয়ে গ্রামে বসবাস করে। সেখানে গ্যাস নেই কিন্তু বিদ্যুৎ আছে। পরিবারের সকলে মিলে ঠোঙা তৈরি করে জীবন যাপন করে ।৩. মতিদের কর্মকাণ্ড কোন শিল্পের অন্তর্গত ?