কৃষিক্ষেত্রে ক ও খ-এর মতো লোকদের কোন ধরনের বেকার বলে?
রহমান সাহেব একজন শিল্প উদ্যোক্তা। এক্ষেত্রে সংগঠক হিসেবে তিনি-
i. ঝুঁকি গ্রহণ করবেন
ii. নীতি নির্ধারণ করবেন
iii. উৎপাদনের উপকরণ সমন্বয় করবেন
নিচের কোনটি সঠিক?
মানুষের অর্থনৈতিক কর্মকান্ডের মূল প্রেরণা কোনটি?
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও মতি তার পরিবার নিয়ে গ্রামে বসবাস করে। সেখানে গ্যাস নেই কিন্তু বিদ্যুৎ আছে। পরিবারের সকলে মিলে ঠোঙা তৈরি করে জীবন যাপন করে ।৩. মতিদের কর্মকাণ্ড কোন শিল্পের অন্তর্গত ?
রহিম সাহেব তুলা থেকে সুতা তৈরি করেন ৷ সুতা কোন ধরনের দ্রব্য ?
স্বাস্থ্য ও সেবা খাতের হিসাব করা হয় কোন পদ্ধতিতে?