হনুফা তার ছেলেমেয়ে নিয়ে ঘরে বসে বাঁশ ও বেতের ঝুড়ি তৈরি করে বাজারে বিক্রি করেন। হনুফার এ কাজটি কোন শিল্পের অন্তর্গত?
কোন অর্থনীতিবিদ সম্পদের চেয়ে মানবকল্যাণের ওপর অধিক গুরুত্ব আরোপ করেন?
বাজারে মসলার দাম কমে যাওয়ায় কবীর বেশি করে মসলা ক্রয় করল। এ ঘটনার দ্বারা বোঝা যায়-
i. চাহিদার সাথে দামের সম্পর্ক সমমুখী
ii. চাহিদার সাথে দামের সম্পর্ক বিপরীতমুখী
iii. চাহিদা বিধির যথাযথ প্রয়োগ হয়েছে
নিচের কোনটি সঠিক?
মার্শাল-এর মতে অর্থনীতির মূল উদ্দেশ্য কী?
হাসেম একটা গাড়ি কিনতে চায়; কিন্তু সামর্থ্য নেই। তার এ আকাঙ্ক্ষা চাহিদায় রূপ লাভ করবে যখন তার-
i. প্রয়োজনীয় আর্থিক সামর্থ্য হবে
ii. অর্থ ব্যয়ের ইচ্ছা হবে
iii. হাসেমের পছন্দের পরিবর্তন হবে
GNP এর পূর্ণরূপ কোনটি?