একটি শিল্পের অধীনে কী থাকতে পারে?
মোট আয় ও মোট ব্যয় সমান হলে তাকে কী বলে?
কৃষিপণ্যের মূল্যের অস্থিতিশীলতার ফলে—
i. কৃষক উৎপাদনে অনীহা প্রকাশ করে
ii. প্রচ্ছন্ন বেকারত্ব বৃদ্ধি পায়
iii. জীবন নির্বাহী ক্ষুদ্র খামারের প্রসার ঘটে
নিচের কোনটি সঠিক?
সালাম সাহেব একটি বেসরাকারি কোম্পানিতে চাকুরী করতেন। কিছুদিন আগে তিনি চাকুরী ছেড়ে কর্মহীন ছিলেন এবং পরবর্তীতে তিনি নিজেই একটি গার্মেন্টস ফ্যাইরি খোলেন।সালাম সাহেবের কর্মহীন সময়টা কোন ধরনের বেকারত্ব?
দ্রব্য উৎপাদন ও আমদানি, রপ্তানির ক্ষেত্রে যখন সরকার আনুপাতিক হার নির্ধারণ করে দেয় তখন তাকে কী বলে ?
করিমের অবস্থাটি অর্থনীতির কোন ধারণার সাথে সম্পর্কিত?