সম্পদের বৈশিষ্ট্য হলো-
i. এর অভাব পূরণের ক্ষমতা আছে
ii. প্রকৃতিতে এর পরিমাণ অসীম
iii. এর অর্থমূল্য আছে
নিচের কোনটি সঠিক?
জিহান একজন শিল্প উদ্যোক্তা। এক্ষেত্রে সংগঠক হিসেবে তিনি -
i. উপাদান সংগ্রহ করেন
ii. সব কাজ তদারকি করেন
iii. দক্ষতার সাথে পরিচালনা করেন
প্রান্তিক উৎপাদন রেখা, প্রান্তিক উৎপাদন সর্বোচ্চ হওয়ার পর কোন দিকে যায়?
i. ডান দিকে
ii. বাম দিকে
iii. নিম্নগামী
সেবাগত উৎপাদনের উদাহরণ হচ্ছে—
i. আখ থেকে চিনি উৎপাদন
ii. গম থেকে আটা উৎপাদন
iii. শিক্ষকের শিক্ষকতা
রফিক সাহেব একজন শিল্প উদ্যোক্তা। এক্ষেত্রে সংগঠক হিসেবে তিনি—
i. ঝুঁকি গ্রহণ করবেন
ii. নীতিনির্ধারণ করবেন
iii. উৎপাদনের উপকরণ সাজাবেন
ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির শর্ত হলো—
i. ভোক্তা স্বাভাবিক বিচারবুদ্ধিসম্পন্ন
ii. দ্রব্যের দাম প্রান্তিক উপযোগের সমান
iii. অন্যান্য অবস্থা অপরিবর্তনীয়