কাচ তৈরিতে কাঁচামালরূপে ব্যবহৃত হয়—
i. প্রাকৃতিক গ্যাস
ii. চীনামাটি
iii. সিলিকা বালু
নিচের কোনটি সঠিক?
৫ টাকার কয়েনকে বলা হয়-
i. ধাতব মুদ্রা
ii. রূপান্তরযোগ্য মুদ্রা
iii. সসীম বিহিত মুদ্রা
বিশেষায়িত ব্যাংক হচ্ছে-
i. গ্রামীণ ব্যাংক
ii. প্রাইম ব্যাংক
iii. বাংলাদেশ কৃষি ব্যাংক
উদ্দীপক অনুসারে মূলধন কোনটি?
অর্থনীতির জনক কে?
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাওনাবিল বাজারে চিনি কিনতে গিয়ে দেখলেন, চিনির দাম অনেক বেশি । পাশে দাঁড়িয়ে থাকা একজন ক্রেতা বলল, রাস্তার ওপারে এই চিনি সরকারি বিক্রয় কেন্দ্রে ন্যায্যমূল্যে বিক্রি হচ্ছে ।
৩. নাবিলের দেশে কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান ?