বাজারের ভারী ব্যাগ নিয়ে হাঁটতে পারছেন না দেখে কিশোর রবিন দৌড়ে এসে বৃদ্ধ তমিজ উদ্দীনের হাত থেকে ব্যাগ নিয়ে তাঁকে বাড়ি পৌঁছে দেয়। উদ্দীপকের রবিন ও ‘কাকতাড়ুয়া' উপন্যাসের বুধা চরিত্র এক হয়েছে কোন দিক থেকে?
বুধার চোখ লাল হয়ে গেলে ওর চাচির কী করতে ইচ্ছে করে?
বুধা ফুলকলিকে জিলিপি খেতে দিয়েছিল কয়টি?
‘কাকতাড়ুয়া’ উপন্যাসে বুধা চরিত্রটি দ্বারা ঔপন্যাসিক প্রকাশ করেছেন-
'আমি তো এখন স্বাধীন মানুষ'- কে বলেছিল?
গাঁয়ের লোকেরা বুধাকে ভিন্ন ভিন্ন নামে ডাকার কারণ, বুধার -