'B' ব্যাংক লি. এর তারল্য সংকট হয়েছে, কারণ—
i. নতুন করে আমানত আসছে না
ii. বাজারে খাদ্যের দাম বেড়ে গেছে
iii. ঋণের টাকা অনাদায়ী থাকছে
নিচের কোনটি সঠিক?
বিমাচুক্তির অপরিহার্য উপাদান হলো-
i. দুটি পক্ষ
ii. সঞ্চয়ের সুবিধা
iii. বিমাযোগ্য স্বার্থ
কোন ধরনের অগ্রাধিকার শেয়ার পূর্ব বছরের লভ্যাংশ প্রাপ্তির সুযোগ আছে?
আমানতকারীকে জমার অতিরিক্ত পরিমাণ অর্থ ঋণ হিসেবে দিলে বাণিজ্যিক ব্যাংকে কী ধরনের প্রভাব পড়বে?
পুনঃফরমায়েশ স্তর ৫০,০০০ একক, প্রতিমাসে স্বাভাবিক মজুদ ব্যবহার ৯,০০০ একক এবং মজুদ পাওয়ার লিড টাইম ২-৬ মাস। কোম্পানির সর্বনিম্ন মজুদ স্তর কত একক?
নিচের উদ্দীপকটি পড় এবং ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও : হালিমা লিমিটেড ১২% সুদে রূপসা ব্যাংক লিমিটেড থেকে ৫,০০,০০,০০০ টাকা ঋণ নিল। ২০১৫ সালে কোম্পানি ১০,০০,০০০ টাকা মুনাফা করল। পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী সমুদয় মুনাফা শেয়ারহোল্ডারদের মধ্যে শেয়ার অনুপাতে বণ্টন করল। কিন্তু ২০১৬ সালে কাঁচামাল কিনতে গিয়ে কোম্পানি দেখল পর্যাপ্ত নগদ অর্থ নেই ।
হালিমা লিমিটেড অর্থায়নের কোন নীতি অনুসরণ না করায়। কাঁচামাল ক্রয়ে সমস্যা দেখা দেয়?