অর্থায়নের সামাজিক দায়িত্ব হলো—
i. মালিকের সম্পদ বৃদ্ধিকর
ii. জাতীয় আয় বৃদ্ধিকরণ
ii. দূষণমুক্ত পরিবেশ নিশ্চিতকরণ
নিচের কোনটি সঠিক?
রফিক ক কোম্পানিতে ৫০০ টাকা এবং খ কোম্পানিতে ৫০০ টাকা বিনিয়োগ করেছে। ক ও খ কোম্পানির মুনাফার হার যথাক্রমে ১০% ও ১৫%। রফিকের পোর্টফোলিও মুনাফার হার কত?
XYZ কোম্পানিতে প্রতি মাসে সর্বোচ্চ মজুদ ব্যবহার করা হয় ৯,০০০ টাকা একক এবং পণ্য ডেলিভারি যা সরবারহ পেতে সময় লাগে ২-৫ মাস। পুনঃফরমায়েশ স্তর কত?
চলতি খরচ মেটানোর জন্য তহবিলের উৎস হলো-
i. ধারে পণ্য ক্রয়
ii. ব্যাংক ঋণ
iii. বাণিজ্যিকপত্র
আধুনিক ব্যবসা-বাণিজ্যে বেশিরভাগ লেনদেন কীসের মাধ্যমে সম্পাদিত হয়?
রাইমা কোম্পানির বাজার হার ২০% আয়ের ঝুঁকিহীন আয় হার ৫% এবং বিটা সহগ ০.৮ হলে রাইমা কোম্পানির সাধারণ শেয়ার ব্যয় কত হবে?