মধুমতি কোম্পানির গত তিন বছরে আয়ের হার যথাক্রমে ১২%, ১৪% ও ১৬% হলে কোম্পানির প্রত্যাশিত আয়ের হার কত?
BACH-এর পূর্ণরূপ কোনটি?
নিচের উদ্দীপকটি পড় এবং ২৭ ও ২৮ নং প্রশ্নের উত্তর দাও : রূপালী লি. বিগত বছর প্রতিটি সাধারণ শেয়ারে ৪৪ টাকা লভ্যাংশ প্রদান করেছিল। বার্ষিক লভ্যাংশ বৃদ্ধির হার ১০% এবং প্রতিটি শেয়ারের বর্তমান বাজার মূল্য ৪৬০ টাকা।
রূপালী লি. এর সাধারণ শেয়ারের ব্যয়ের হার কত?
নির্দিষ্ট লিয়েনের অধিকার কীসের ওপর প্রয়োগ করা যায়?
একটি বন্ডের লিখিত মূল্য ১,২০০ টাকা এবং কৃপন রেট ১০%। বর্তমানে বন্ডটি বিরুনা হচ্ছে ১৯০ টাকায় চলতি ইণ্ড কত?
অনলাইন ব্যাংকিং-এর সুবিধা কোনটি?