CAPM এর পূর্ণরূপ কোনটি?
শিল্প প্রতিষ্ঠায় একজন ব্যবসায়ীর প্রথমত কোন ধরনের ঋণ কাম্য?
অনুপম এন্ড সন্স-এর প্রকল্প গড় মুনাফার হার ২০% এবং গড় বিনিয়োগ ৫,০০,০০০ টাকা হলে প্রকল্প-এর গড় নিট মুনাফা কত?
সঞ্চয়ী ও স্থায়ী হিসাবের মধ্যে পার্থক্যের ক্ষেত্র কোনটি?
কোনো কারবার প্রতিষ্ঠানের গুদামে সংরক্ষিত পণ্যকে কী বলে?
চক্রবৃদ্ধি সুদ নির্ণয়ের ক্ষেত্রে -
i. সুদাসলের উপর সুদ হিসাব করা হয়
ii. শুধুমাত্র আসল টাকার উপর সুদ হিসাব করা হয়
iii. বিগত বছরের সুদকে আসল হিসেবে ধরা হয়
নিচের কোনটি সঠিক?