প্রতিষ্ঠানের বিনিয়োগ সিদ্ধান্ত হবে—
জনাব রহিম এক বছর মেয়াদি একটি প্রকল্পে ১০,০০০ টাকা বিনিয়োগ করে বছর শেষে ১২,০০০ টাকা ফেরত পান। এতে তার বিনিয়োগের ওপর ২০% হারে লাভ হয়। এ লাভের হারকে অর্থায়নের ভাষায় বলা হয়-
ব্যক্তিগত উপস্থাপন পদ্ধতিতে কোম্পানি কার নিকট শেয়ার বিক্রির প্রস্তাব দেয়?
i. বিনিয়োগ কোম্পানির কাছে
ii. বিভিন্ন ব্যাংকের কাছে
iii. সাধারণ জনগণের কাছে
নিচের কোনটি সঠিক?
যন্ত্রপাতির প্রকৃত ক্রয়মূল্য ৫০,০০০ টাকা, যন্ত্রপাতিটি ৪০,০০০ টাকা বিক্রয় করা হয় এবং পুস্তকমূল্য ৪২,০০০ টাকা। বিক্রীত যন্ত্রপাতিটির পুঞ্জীভূত অবচয় কত?
নিচের কোন ক্ষেত্রে বিমাযোগ্য স্বার্থ বিদ্যমান রয়েছে?
বাংলাদেশ ব্যাংক সরকারের পক্ষে ট্রেজারি বন্ড ইস্যুর উদ্দেশ্য হলো-
i. স্বল্প খরচে সরকারের বাজেট ঘাটতিতে অর্থায়ন
ii. বাজারে বিরাজমান অতিরিক্ত তারল্য নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে ব্যবহার
iii. মুদ্রা সরবরাহ বৃদ্ধি করা